গোত্র- শোক -কবি সোমা ঘোষ,কলকাতা

0
374
Soma Ghosh

গোত্র- শোক

কবি সোমা ঘোষ,কলকাতা

শ্মশান শোক ঢাকতে ঢাকতে
বাতাস কখন না জানি নগ্ন প্রেমের
চোখের জলের কনীনিকা খুঁজে পায়।
উৎসব গন্ধমাখা প্রবারণা পূর্ণিমা
তরুণ শ্রমণ যৌবনবতী আম্রপালি কে
শান্তি আঁকা পথ দেখাতে দেখাতে চলে-
নৈঋত রোদ নিষিক্ত মায়ার ভাঁজে
বন্ধ্যা রমণীর দোসর হয় বটে-
অভিধান ভাঙতে ভাঙতে
নির্জন রাজপথের বাঁকে-
একলাটি মেঘের মৃত্যুকালে চেয়ে থাকে
গাছের গুঁড়ির মতো কঠিন
জ্বলন্ত বিষাদ-কতক চোখের পরতে পরতে
বাকিটা জলের তলায়।

Advertisement
উৎসSoma Ghosh
পূর্ববর্তী নিবন্ধনাটোরে আজ আক্রান্ত ২৪ জন সবাই নাটোর সদরের বাসিন্দা
পরবর্তী নিবন্ধবলে যাও -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে