গোলাপ সমাচার -কবি জসিম উদ্দিন খান‘এর কবিতা

0
560
Jashim Uddin Khan

গোলাপ সমাচার

কবি জসিম উদ্দিন খান

হৃদয় মাঝে সাজিয়ে রাখা
গোলাপ তুমি দেখলে,
আড়ালে তার কাঁটার জ্বালা,
সে কথা কি ভাবলে?

রাতের বুকে শিশির ঝরা
কান্না যদি নাইবা শোনো,
ভোরের আলোর নাচন দেখে
মিছে স্বপ্ন কেন বুনো?

সাগর সেঁচা ঝিনুক ভেবে
মুক্তো ঝরা হাসি খোঁজো,
লুকানো কি কষ্ট বুকে
সে কথা তার তুমি বুঝো?

Advertisement
উৎসJashim Uddin Khan
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় তহসিলদারের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ
পরবর্তী নিবন্ধশুভ জন্মদিন প্রিয় কথা সাহিত্যিক 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে