শুভ জন্মদিন প্রিয় কথা সাহিত্যিক 

0
280

শুভ জন্মদিন প্রিয় কথা সাহিত্যিক

“আজ কথাসাহিত্যিক স্বকৃত নোমানের চল্লিশতম জন্মদিন। বোবার রাজ্যে যখন কথা বলার মানুষ পাওয়া ভার বা তথাকথিত বুদ্ধিজীবী ও চিন্তকগণ যেখানে রাজনৈতিক সুযোগের সদ্ব্যবহার করে, ভেতরে নিরব মৌলবাদ পুষে, গা-বাঁচানোর মহিমা রচনা করে যাচ্ছে সেখানে স্বকৃত নোমান লড়ে যাচ্ছেন তীব্র প্রতিকূলতায়। তাঁর নৈতিক অবস্থান ধর্মীয় ও জাতীয় উগ্রবাদের বিরুদ্ধে; রাজনৈতিক অপসিদ্ধান্ত ও রাষ্ট্রীয় পীড়নের বিরুদ্ধে; বর্বরতা, ধর্ম ব্যবসা তথা নোংরা রুচির অসভ্য ওয়াজী ও ওয়াজ ব্যবসার বিরুদ্ধে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিঁনি দীর্ঘদিন মাদ্রাসায় শিশু বলাৎকারের বিরুদ্ধে বলে আসছেন। কথা বলে আসছেন সরকারি ভুল নীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও অদূরদর্শিতার বিরুদ্ধে। বহুবার জেহাদি গোষ্ঠী দ্বারা জীবন নাশের হুমকিও পেয়েও তাঁর আঙুল থেমে নেই। সম্ভবত এই অবস্থানটাকেই বলে শিল্পীর সামাজিক দায়। মহৎ শিল্পকর্ম অনেকেই করে থাকেন কিন্তু নতুনদের কথা বলার মঞ্চ তৈরি করে দেওয়া, খোলস ছেড়ে বেরিয়ে আসার প্রেরণা স্বকৃত নোমানরাই হতে পারেন। শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থাকতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু যুগ ও রাজনীতি সচেতন শিল্পী মাত্রই সময়ের মহত্তম শিক্ষক। “মহাকালে রেখাপাত”র মাধ্যমে নোমান ভাইয়ের রাষ্ট্র ও সমাজ চিন্তা; ব্যক্তি ও সাহিত্য দর্শনের স্বরূপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সময়ের এই সাহসী সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা!” – সন্ন্যাসী অরণ্যক এর এই শুভেচ্ছা বাণীর সাথে সাথে আমরাও একাত্মতা প্রকাশ করছি। আমাদের সবার প্রিয় লেখক স্বকৃত নোমান এর জন্মদিনে নাটোর কন্ঠ পরিবার এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগোলাপ সমাচার -কবি জসিম উদ্দিন খান‘এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরে হামলার শিকার হয়েও সাজানো মামলায় জেল খাটছে ২ কৃষক- সংবাদ সম্মেলনে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে