ঘুরবো আবার এই শহরে- আনারুল ইসলামের কবিতা

0
1072
Anarul

ঘুরবো আবার এই শহরে- আনারুল ইসলাম

ব্যস্ততা কখনো কমেনি আমার
তোমার কমেনি অজুহাত,
এত প্রেম-ভালবাসা তবু
হয়নি দেখা কতো দিন , কতো রাত।

কোন কালে কত আগে
কি গভীর অনুরাগে,
শহরময় ঘুরেছিনু মোরা সারাদিন
সেই আবেশেই কত রাত কেটেছে ঘুমহীন।

গত কিছুদিন থেকে অন্য কারণে
উদ্বেগ-উৎকন্ঠায় নির্ঘুম রাত কাটে,
পুলিশের চাকরি করি
সারাদিন ঘুরি পথে-ঘাটে-হাটে।

যে শহরে ঘুরেছিনু দু’জন
সে শহরে আজ লকডাউন,
বিশ্বজুড়ে করোনার ভয়াল থাবা
তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করি প্রাণপণ।

রাস্তা থাকুক ফাঁকা
সবার মতো তুমিও থেকো ঘরে,
করোনাটা হলে বিদায়
ঘুরবো আবার এই শহরে।

প্রাণের মেলা বসবে শহর জুড়ে
স্বপ্ন-রঙীন হবে সবার জীবন,
আর অজুহাত দিও না যেন
ডানা মেলে উড়ব পাখির মতন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধপ্রথম রোজার প্রথম ইফতার পেলো পথচারী ও ভ্যানওয়ালা
পরবর্তী নিবন্ধচোরে ভরা দেশে- সৈয়দ আনোয়ার সাদাৎ-এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে