চলনবিলে আগাম বন্যার আশংকায় কৃষকরা

0
581
Paddi, ধান

নাটোরকন্ঠ:

দ্রুত ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে। কিন্তুু পর্যাপ্ত শ্রমিক আবার সময় মত ধান না পাকায় বিপাকে পড়েছে কেউ কেউ। এদিকে ঢলের পানি নেমে আসায় নদীর পানি ও খালের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার ধানী জমি ডুবতে যাচ্ছে। বিশেষ করে যারা খাল না নয়নজলীতে ধানের আবাদ করেছেন তারা পরেছেন বেশি বিপাকে। তাই কোন রকম পাকলেই ধান কেটে ঘরে তুলছেন তারা। কিন্তু নিচু এলাকার ধান কাটায় পরিশ্রম বেশি ও লাভ কম হওয়ায় শ্রমীকদের আগ্রহ কম হওয়ায় বিপাকে পরেছেন কৃষকরা।

তো্ চলনবিলের বেশকিছু নিচু জমির ধান নিয়ে বিপাকে পড়া কৃষকরা অস্থায়ী বাঁধ দিয়ে ধান ঘরে তোলার পরিকল্পনা করছে
তারা।
উত্তর দমদমার কৃষকরা জানান, তাদের প্রায় ৩০ বিঘা জমির ধান ডুবে যাচ্ছে। ক্যানেলের পানি প্রবেশ করায় ধান ঘরে তোলা নিয়ে শংকায় রয়েছে তাদের।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ডাঃ মোহাম্মদ আলী
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় ইউপি চেয়ারম্যান মিঠুর অবৈধভাবে পুকুর খনন বন্ধ করলো প্রশাসন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে