চলমান করোনা যুদ্ধ আঁকছে মুক্তিযুদ্ধের ছবি-রফিকুল ইসলাম নান্টু

0
408
Nantu

চলমান করোনা যুদ্ধ আঁকছে মুক্তিযুদ্ধের ছবি
================================
প্রশাসন, পুলিশ, সাংবাদিক, রাজনীতিবিদ, ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী, এ্যাম্বুলেন্স চালক, স্বেচ্ছাসেবী এমন অনেকেই বুকে সীমাহীন সাহস নিয়ে বর্তমান করোনা যুদ্ধে অবতির্ণ হয়েছেন পরিণতি না ভেবে।

ইনাদের মতো যোগ্যতার আরও অনেকেই আছেন এই দেশে। কিন্তু তারা এই যুদ্ধে অবর্তিণ হননি।পালিয়ে আছেন নিজের এবং পরিবার পরিজনের কথা ভেবে। যোগ্যতা থাকলেও সাহস হয়নি। পালিয়ে আছেন মানুষের জন্য করণীয় থেকে। কেউ কেউ আবার অন্তরালে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যবস্থাপনা নিয়ে কথা বলছেন, র্নিলজ্জের মতো দিচ্ছেন পরামর্শ।

যারা অসীম সাহস নিয়ে যুদ্ধ করছেন অদৃশ্য করোনার সাথে, অনেক ত্যাগে পরাস্ত হবে করোনা। মানুষ হাসবে মুক্তির হাসি, তখন হয়তো দেখা যাবে আজকের পালিয়ে থাকা মানুষগুলো সেই বিজয়ের অংশ হয়ে ,দাবি করবে বিজয় অর্জনের অংশিদারিত্ব।

ঠিক যেমনটি হয়েছিল মহান মুক্তিযুদ্ধ বিজয়ের পর।#

রফিকুল ইসলাম নান্টু
যুগ্মআহ্বায়ক
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নাটোর জেলা ইউনিট।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় ফজলুর রহমানের জমি দানে বিয়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ র্নিমাণ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি, করোনা আক্রান্ত ১৭ জন, সুস্থ্য ১০ জন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে