“চিত্তের ফুল” কবি শিরিন আফরোজ‘এর কবিতা

0
550
www.natorekantho.com

“চিত্তের ফুল”

কবি শিরিন আফরোজ

প্রতি প্রভাতে ফুলের সুবাসে
ছুয়ে যায় চিত্তখানি,
দখিনা সমীরণ জাগে শিহরণ
স্নিগ্ধতার হাতছানি।
জীবনের প্রতি প্রভাত কিংবা সন্ধ্যাতে
বসন্ত কিংবা শরতে,
স্বপ্নেরা ডালা সাজায় ব্যস্ত কোলাহলে
লোক চোখের অন্তরালে ।
চিত্ত বাগানের কুড়ানো ফুলগুলো
সুভাস ছড়ায় যতনে,
কষ্ট দুর করে গোলাপ কিংবা অন্য কতইনা
পছন্দের ফুলের আকৃষ্ট লালনে।
হয়না তা দিয়ে মালা গাঁথা কখনও
সুভাস ছড়িয়ে প্রেরনা জোগায়
চিত্ত মুখরিত রয় শয়নে স্বপনে আপনে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“কতকিছুই তো ঘটে!”-জাকির তালুকদার
পরবর্তী নিবন্ধ“বিকারে-ধিক্কারে”- সৌমেন্দ্র দত্ত ভৌমিকের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে