জয় হবে মানুষের -কবি চিন্ময় সরকার‘এর কবিতা

0
665
নন্দিতা বিশ্বাস সরকার

জয় হবে মানুষের

কবি চিন্ময় সরকার

ব্যালকনিতে বসে,
একদল পানকৌড়িকে দেখলাম
নির্বিঘ্নে জলকেলী করছে,
তাদের নিত্যদিনের আহার খুঁজে বেড়াচ্ছে
ওদের কোন লকডাউন নেই।

আবার কিছু সাদা বক দেখি,
নীল আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে
কোন মানা নিষেধ ছাড়া
তারা কোন ভাইরাস চেনে না।

অথচ করোনা পৃথিবীর মানুষকে
আজ ঘরবন্দী করেছে
তাদের নিত্য দিনের পথচলা থমকে গেছে!
তাহলে কি আমরা হেরে যাব
করোনার কাছে?

না, আমরা হারতে চাই না
আমরাও একদিন উঠে দাঁড়াবো।
যেভাবে ডাক্তার রোনাল্ড রস’এর মত
চিকিৎসা বিজ্ঞানীরা
অ্যানোফিলিস মশা-
ব্যবচ্ছেদ করে ম্যালেরিয়ার
রহস্য উদঘাটন করেছিল,

যেভাবে এডওয়ার্ড জেনার-
গুটি বসন্তের রহস্য উন্মোচন করেছিল
ঠিক সেভাবেই একদিন-
ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হবে,
কোন এক চিকিৎসাবিজ্ঞানী

সেদিন মুক্ত হবে এ পৃথিবী
জয় হবে মানুষের।

Advertisement
উৎসনন্দিতা বিশ্বাস সরকার
পূর্ববর্তী নিবন্ধচলনবিলের কৃষকের ধান কেটে দিলেন সিংড়া পৌর মেয়র
পরবর্তী নিবন্ধবৃষ্টি নামে -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে