জলছুপি কান্না -কবি চন্দনা রায় চক্রবর্তী‘এর কবিতা

0
546
Chandana Roy Chakraborty

জলছুপি কান্না

কবি চন্দনা রায় চক্রবর্তী

হেমন্তের মরা রোদে আবছা
কিছু বিষণ্ণ কান্নাঋতু
বৃষ্টিতে ধুয়ে যায় কোন কোন
অজ্ঞাতনামা জ্বরের মুহূর্ত ।
গতজন্ম কিংবা অন্য কোন জন্মে
কালপুরুষের ভুলের ইতিহাস
এখন থার্মোমিটারে স্থবির।
উত্তরের হাওয়ায় কিছু অসুখী শব্দ টুপটাপ।
পলকা দো’টানা মেঘ জলছুপি।
চোখের উঠোনে জল,
জলের অসতর্ক আলপনা
অন্ধকারে চুপিসারে ঝিম্ ঝিম্।
সাবেকি বেঠিকের পরকীয়া হিসাব
অপেক্ষায় হৈমন্তিক কুয়াশার।
আরো একবার মৃত্যুর ভাবলেশহীন গন্ধ…
অক্সিজেন মাস্কে কর্তব্য
গেঁথে রাখে, অতলান্ত জীবন।
অন্তর্লীন টানাপোড়েনে ভ্রষ্ট আমি…।
অপরাজেয় জীবনচরিত বহুমাত্রিক
রংমিলান্তি কোজাগরী অন্তর্দ্বন্দ্ব।।

Advertisement
উৎসChandana Roy Chakraborty
পূর্ববর্তী নিবন্ধনলডাঙ্গায় কীটনাশক প্রয়োগে কৃষকের লক্ষাধিক টাকার ফসল ক্ষতির অভিযোগ
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে মেয়র প্রার্থী কালাম সমর্থকদের শোডাউন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে