জল আয়না -কবি সাফিয়া খন্দকার রেখা‘এর কবিতা

0
324
সাফিয়া খন্দকার রেখা

জল আয়না

কবি সাফিয়া খন্দকার রেখা

ভেতরের বয়ে চলা নরম নদীটা
পেছন থেকে ডেকে বলে একটু দাঁড়াও পথিক,
বিবর্ণ ধূসর উৎসবে এক টুকরো রোদেলা বিকেল
তুমি জমা রেখেছিলে এ পথে যেতে।
মনে পড়ে সেই ঘন পূর্ণিমায় কামিনীর আলিঙ্গন!
ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে সেদিন
যুগল ছায়ায়
নকশিকাঁথার গল্প শুনিয়েছিলে।
অতঃপর
রঙ বদলের দিনে মেঘমালায়-
ভেসেছিলো একজোড়া মুখ।
শৈশবের স্নেহের মতো পথের বাঁকে
চেনা ঘুড়ির ডানায় ভেসে
জন্ম ঋণ হেঁটে চলছে কতশত রঙের ভেতর।
কোন একদিন ডোবা চাঁদ শূন্যতাকে
পেছনে ফেলে জোৎস্নায় পুড়ে যায়,
জল আয়নায় পথিক দেখে ভাসছে একটি প্রজাপতি মন।
ঠোঁটের কোনে কাঁপছে জন্মের অন্তর্নিহিত অদ্ভুত অনুভব,
আমরা হাঁটছি অথবা দৌড়াচ্ছি
পৃথিবীর বয়সের সাথে
এক অনুসরণ পথে।

Advertisement
উৎসসাফিয়া খন্দকার রেখা
পূর্ববর্তী নিবন্ধএকটি ধন্যবাদ প্রস্তাবের খসড়া -কবি গোলাম কবির‘এর কবিতা
পরবর্তী নিবন্ধবিরহের পৃথিবী -যুক্তরাজ্য প্রবাসী, কবি শাহারা খান‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে