জাগো বাহে কোনঠে সবায় সংগঠনের জনসচেতনতায় কর্মযজ্ঞ

0
561
জাগো বাহে কোনঠে সবায়

নাটোর কন্ঠ : জাগো বাহে কোনঠে সবায়, সামাজিক আন্দোলনের এই সংগঠন, মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং জীবাণুমুক্ত রাখতে কাজ করছে শহরের বিভিন্ন স্থানে।

জাগো বাহে কোনঠে সবায়

সংগঠনের সদস্যরা কয়েকটা টিমে বিভক্ত হয়ে টিসিবির পণ্য প্রদানের স্থান সমূহ, সবজি বাজার সহ গণজমায়েত পূর্ণ স্থানগুলোকে, জীবাণুনাশক স্প্রে প্রদান করে, পরিবেশ জীবাণুমুক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জাগো বাহে কোনঠে সবায়

সরেজমিনে দেখা যায়, নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে টি,সি,বি পন্য বিতরনের স্থানে, সামাজিক দূরত্ব বজায় রাখতে, তিন ফিট দুরত্বে রং দিয়ে গোল বৃত্ত রেখা টানা সহ, জীবাণুনাশক স্প্রে  করছেন,এবং হ্যান্ডমাইকে সরকারি নিয়মাবলী প্রচার করছেন।

জাগো বাহে কোনঠে সবায়

অনুরূপভাবে হরিশপুর বাইপাস এ অবস্থিত, শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে, একই কর্মকাণ্ড পরিচালনা করেন, এছাড়াও স্থানান্তরিত সবজি বাজার কানাইখালি মাঠে তারা জীবাণুনাশক স্প্রে করেছেন,এবং জনসচেতনতায় লিফলেট বিতরণ করেন।

 

Advertisement
উৎসজাগো বাহে কোনঠে সবায়
পূর্ববর্তী নিবন্ধবিরল এক রমজানের অপেক্ষায় ১৮০ কোটি মুসলমান- আবু জাফর সিদ্দিকী
পরবর্তী নিবন্ধ“আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া আমার দায়িত্ব” বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে