“জারুল গাছের খোঁজে”-কবি শাহিনা খাতুন’এর কবিতা

0
855
www.natorekantho.com

জারুল গাছের খোঁজে

কবি শাহিনা খাতুন

কোন এক গ্রামের বৈশাখী মেলায়
হারিয়ে ফেলেছিলাম তাকে
স্তব্দ হয়ে দাড়িয়ে থাকা জারুল
গাছের তলায় তাকে চুপ করে
দাড়িয়ে থাকতে বলেছিলাম
তখনো একটুখানি শিশির ছিল গাছের পাতায়
দোঁপাটি ফুলের গাছের
উপর বসে থাকা প্রজাপতি
আমায় ডেকে নিয়ে গিয়েছিল
বহুদিন নানারঙা
জোনাকি পোকার আলো দেখিনা
মন ছিল উচাটন।
ফিরে এসে দেখি সে নেই
জারুল গাছটিও নেই
এখন হাজারো ফুলের মেলায়
হাজারো রঙের মেলায়
তাকে খুঁজে বেড়াই
সুখ দুঃখ মিলিয়ে বারো মাস চলে যায়
সে আর ফিরে আসেনা
উচাটন মন হারানোর খেদে
এখন মেলায় মেলায় বাউলের সুরে
জারুল গাছের খোঁজে থাকি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“আমার স্বপ্নশৈশব সুন্দরবন” -বেণুবর্ণা অধিকারী -পর্ব -০১
পরবর্তী নিবন্ধ“লাল সালাম”- তরুন চক্রবর্তী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে