জীবনানন্দ দাশ -গোলাম কবির‘এর কবিতা

0
302
Golam Kabir

জীবনানন্দ দাশ

গোলাম কবির

হাজার বছর ধরে বাংলার পথে পথে
হাঁটলেও পারবো না কোনোদিনই
লিখতে তোমার মতো এমনই দুর্দান্ত
কবিতাসমুহ বাংলার অপরূপ রূপের
মোহে অন্ধ হলেও! কী চমৎকার এবং
বারংবার অভিভূত হবার মতো
তোমার মায়াভরা চোখের দেখায়
দেখেছিলে বাংলার অপরূপ রূপ!
এখনও আমি ঘুম ভাঙা
স্নিগ্ধ সকালবেলায় তোমার
কবিতা পড়ি আর ভাবি – কী করে পারতে
এতো সুন্দর করে অক্ষরের সুবিশাল
ক্যানভাসে নান্দনিকতার সবটুকু
সুবাস ছড়িয়ে এবং প্রয়োজনীয়
সঠিক রঙ ঢেলে দিয়ে সুনিপুণ
শিল্পের কারুকাজে এই বাংলাকে
কবিতায় আঁকতে! এখনো তুমি
আমার কাছে বিপুল বিষ্ময়ের এবং
এখনো অনাবিষ্কৃত সম্পদের খনি!
সে তুমি, কবি জীবনানন্দ দাশ!

Advertisement
উৎসGolam Kabir
পূর্ববর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে ২৫৩ জন দরিদ্রদের মাঝে চাউল বিতরণ
পরবর্তী নিবন্ধনাটোর জেলায় বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে