ঝড়া পাতা -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
512

ঝড়া পাতা

কবি শাহিনা খাতুন

সবুজ হলুদ দুঃখ গল্প
ছড়িয়ে থাকে তোমার পথে
মাড়িয়ে তাকে যেওনাকো
তোমার দুঃখে সেইতো কাঁদে।
পথের ধুলো সরিয়ে দিতে
আলতো করে ছুঁয়ে দিও
উড়ে গিয়ে জুড়বে তখন
তোমার কাধের উত্তরীও।
ভালবেসো একটু বেশি
ফেলে যাবার আসবার কালে
চুমু দিয়ে ঘুম পারিও
ভর দুপুরে কাছে এলে।
তোমার সাথে যাবেনা সে
পথের মাঝে রইবে পরে
পারো যদি স্মরণ করো
তোমার প্রিয় অবসরে।

২৩/৪/২০২০

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধকী হয় কী হয় কিংবা রেখো মা দাসেরে -মলয় রায়চৌধুরী’র একটি পোস্টমডার্ন কবিতা
পরবর্তী নিবন্ধসিংড়ায় ঝড়ে চালের টিন উড়ে কাটলো কৃষকের মাথা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে