তথ্য প্রযুক্তির উৎকর্ষতা এবং মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে – পলক

0
201

নাটোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোর কন্ঠ।। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, “তথ্য প্রযুক্তির উৎকর্ষতা এবং মাথাপিছু আয় বৃদ্ধির মাধ্যমে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এ সবকিছুই সম্ভব হয়েছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আমাদের জননেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষতা ও দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ নেওয়ার কারণ। “-তিনি আজ জেলা প্রশাসকের কার্যালয় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন।
রোববার দুপুরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা,  জেলা পরিষদের চেয়ারম্যান এড. সাজেদুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বি, সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান ,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,জেলা পর্যায়ের কর্মকর্তাগন ও  সাংবাদিক সহ প্রমুখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে চয়েন বার্তা সম্মাননা পেলেন আত্রাই সমস পাড়ার দুুবাই প্রবাসী সুমন
পরবর্তী নিবন্ধনাটোরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭,আটক ৪

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে