তবুও আশা রাখি -কবি আজিজা রুপা‘এর কবিতা

0
568
Aziza Rupa

তবুও আশা রাখি

কবি আজিজা রুপা

কোনো এক অদেখা শত্রু!!!
কুরে কুরে খাচ্ছে আজ পৃথিবী
তুমি জান স্রস্টা তার সবি।
মৃত্যুর মিছিলে হয়তবা যোগ হব আমি।
তবুও আশা রাখি।।
তবুও আশা রাখি দেখবো
মিষ্টি মাখা আবার সেই রোদের সকাল,
নিস্তব্ধতায় হাতছানি দেয়া
প্রিয় সেই দুপুরের প্রহর,
কনে দেখা সেই সোনালী সূর্যের বিকেল,
পূর্ণিমার সেই ভরা জোসনার রাত।
সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়ে –
ফুলেরা কইবে এস
বাহিরে মহামারি কেটে গেছে।
তবুও আশা রাখি মিলিবো মোরা সকলে,
অনেক দিন পর দেখা!!!!!
হাত বাড়িয়ে জড়িয়ে নিব বুকে।
তবুও আশা রাখি আবার আমরা হাঁটবো
কোলাহলময় মিছিলে-
বাসে, রিক্সায় কিংবা রেলের বগিতে, বগিতে।
তবুও আশারাখি হাসবো আমারা একি সাথে
যেমন কাঁদছি এখন এই মহামারিতে।
তবুও আশা রাখি।
তবুও আশা রাখি –
দেখবো আমার সেই প্রতিদিনের দেখা
সকল প্রিয় মানুষগুলিকে
কইবো কথা তাদের সাথে
মনের সকল দুয়ার খুলে।
তবুও আশারাখি –
আবার হাঁটবো পিচঢালা পথে,
তুমি, আমি, আমরা পাশাপাশি একসাথে,
থাকবেনা দূরত্ব কোনো
তোমার, আমার, আমাদের মাঝে।
তবুও আশা রাখি স্রস্টা
তুমি শুনছতো তোমার সৃষ্টির এই আাকুলতা?
তবুও আশা রাখি আমরা
তুমি ফিরিয়ে দিবে আমাদের সেই স্বপ্নীল পৃথিবীটা।

সময় সকাল ৮.৪৮
০৭/০৪/২০২০

Advertisement
উৎসAziza Rupa
পূর্ববর্তী নিবন্ধনাটোরের চলনবিলে রিক্সা চালকের জমির ধান কেটে দিলেন সিংড়া পৌর মেয়র
পরবর্তী নিবন্ধ“কৃষকরাই প্রকৃত বীর,তারা বাঁচলেই দেশ বাঁচবে”-ডিসি শাহরিয়াজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে