তরুণ কবির প্রতি/সমরজিৎ সিংহ

0
283
সমরজিৎএনকে

তরুণ কবির প্রতি/সমরজিৎ সিংহ

ডিয়ার ব্রাদার, ডিয়ার সিস্টার,
একদা আমিও তোমার মত এক আধটু লিখতাম । ছাপা হত সে সকল লেখা ঐ সব কাগজে, যেগুলিকে ভাবছ, স্বর্গের মাপকাঠি । হাততালি ও তীব্র শিসে, ভাবতাম, সফলতা বুঝি একেই বলে । এ বয়সে, এসে, বুঝেছি, সে সব কুহক ব্যতীত আর কিছু নয় । কবিতা চায় নির্জন সাধনা, শবসাধকের মত একান্ত নিভৃতিই তার কাম্য । নিজের চিতায় বসে, পুড়তে পুড়তে, ঐ ধোঁয়ার আগুনে এক একটি পংক্তি লিখে, সঁপে দেওয়া ব্যতীত কবিতা প্রসন্ন হয় না ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধ“শুকনো ধ্বনি দরিয়ায় ডুবে যায় “- ওয়াহিদ জালালের কবিতা
পরবর্তী নিবন্ধ“আলো “- রহমান হেনরী’র কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে