তৃষ্ণার্ত পথিক -কবি নীলিমা শামীম‘এর কবিতা

0
543
নীলিমা শামীম

তৃষ্ণার্ত পথিক

কবি নীলিমা শামীম

অশরীরী ছায়া উদ্ভ্রান্ত পথিক ঠাঁই দাঁড়িয়ে
আকণ্ঠমগ্ন শীতল পরশ পেতে।
অতলান্ত রমনী বৃষ্টির জলের প্রতিক্ষাতে
নিজেকে নিমজ্জিত গহ্বরে।
দেহাঙ্গে দূরদর্শী বিচরণ বিচ্ছুতি নিলিমা
বিষন্ন অন্তরে রাত্রির স্বপ্নভঙ্গ।
মাংসাশী মাস্তুলে বিদীর্ণ বিধুর সি’দুর লেপ্টানো
ওষ্ঠযুগল বিচ্ছুরিত ছোপে দগ্ধ।
মুছে যায় জীবনের মানবিক প্রেমাবেগের
তীব্রতা দেহে জরাজীর্ণ,
প্রবঞ্চনা গঞ্জনায় মুখোমুখি রহে বিভাজন
লালসার তৃপ্তিতে দৃষ্টিকাড়ায়।
লাল সালামে প্রতিউমান হয় ঐশ্বর্য সাতমহল
গ্লানিময় রহে প্রকোষ্ঠো।
সন্মানে রয়না মানবিক প্রেমাবেগের তীব্রতা
দেহের ভাজে ভাজে লোভার্ত।
পুরুষের লেলিহান দৃষ্টি কাড়ে রুপের ঝলকানিতে
নিজেকে সোপর্দ করা অনিচ্ছায়।
রক্তের মাংসপিন্ডে পরিনত হয় অদ্বিতীয়ার
রক্তিম ঠোঁটে ঠোঁট বর্জন ধোঁয়া ছড়ায়।
নীরবতায় অপেক্ষা ভূমিষ্ট রক্তের সম্পর্ক মধুর
জন্মটাই শুধু আস্থাকুড়ে।
লোভাতুর মিষ্টি মুখে মাশাল্লাহ ঘাড়ের আবির্ভাব
নিরবিচ্ছিন্ন অশ্রু টলটল করে নয়নে।
হে বিধাতা, তুমিই রক্ষাকারী আল্লাহ রহমত দাও
বিষাক্ত লোলুপ থেকে।

Advertisement
উৎসনীলিমা শামীম
পূর্ববর্তী নিবন্ধলালপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পরবর্তী নিবন্ধঅন্তরের কান্না -কবি আফলাতুন নাহার শিলু‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে