“তোমার মতো নয় “-শর্মিষ্ঠা চ্যাটার্জি বড়ালের কবিতা

0
250
কবি-এনকে
তোমার মতো নয়
শর্মিষ্ঠা চ্যাটার্জি বড়াল

মেঘলা বিকেল শহরতলি
পেরিয়ে আসা অন্ধগলি
কে হেঁটে যায় ফুটপাথে ঐ
সন্ধ্যে হয় হয়!
যেন তুমি কিন্তু ঠিক ততটা
তোমার মতো নয়।।

ফুরিয়ে আসা নিভু আলো
এর থেকে তো নিয়ন ভালো!
তার বুঝি আজ বাইরে খুশী
ভিতরে সংশয়।
যেন তুমি কিন্তু ঠিক ততটা
তোমার মতো নয়।।

বুকখোলা শার্ট চশমা পড়া
ব‍্যার্থতাকে দেয় আস্কারা
ভাবের ঘরে লুকোচুরি
কলম কথা কয়।
যেন তুমি কিন্তু ঠিক ততটা
তোমার মতো নয়।।

স‍্যাঁতস‍্যাঁতে ঘর বড্ড ছোট
সঙ্গতি যে দু-একমুঠো
ক‍্যালেন্ডারে রবিঠাকুর
নিশ্চিত আশ্রয়।
যেন তুমি কিন্তু ঠিক ততটা
তোমার মতো নয়।।

চায়ের কাপে তুফান তোলা
স্বপ্নবেচা ফেরীওয়ালা
একুশ মনের সেই ছেলেটা
প্রেমিক চোখে চায়।
যেন তুমি কিন্তু ঠিক ততটা
তোমার মতো নয়।।

পশ্চিমবাঙলা,ভারত।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএবারের বইমেলায় স্বকৃত নোমানের চতুর্থ গল্পগ্রন্থ ‘বানিয়াশান্তার মেয়ে’
পরবর্তী নিবন্ধ“জয়িতা -১০”-নাজমুল হাসানের কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে