দূরবীন চোখ
আসাদজামান
কন্ঠে দোতারা হাতে এস্রাজ
বুক জুড়ে শুধু গান
থেমে গ্যালে সুর বেদনাবিধুর
বিষন্নতার বান।
হাসি হাসি মুখ, তবু উন্মুখ
কোথায় কি যেন খুঁজে
লাশের ভাগাড়ে সুগন্ধি!
গ্যাছে মন সব বুঝে।
একাএকা বাজে একতারা
দূরবীন চোখে দেখি
নামেনা ওঠেনা দম নিয়ে আর
হায়রে! সাধের ঢেঁকি।
ধূমকেতু মন ক্লান্ত শ্রান্ত
বলেছে অবশেষে–
পাখনা সরাও, সরাও পাখনা
উড়ে যাবো দূর দেশে।
২৮.০৮.২০২০
Advertisement