দূরবীন চোখ – আসাদজামান এর কবিতা

0
218
Md Asaduzzaman

দূরবীন চোখ
আসাদজামান

কন্ঠে দোতারা হাতে এস্রাজ
বুক জুড়ে শুধু গান
থেমে গ্যালে সুর বেদনাবিধুর
বিষন্নতার বান।

হাসি হাসি মুখ, তবু উন্মুখ
কোথায় কি যেন খুঁজে
লাশের ভাগাড়ে সুগন্ধি!
গ্যাছে মন সব বুঝে।

একাএকা বাজে একতারা
দূরবীন চোখে দেখি
নামেনা ওঠেনা দম নিয়ে আর
হায়রে! সাধের ঢেঁকি।

ধূমকেতু মন ক্লান্ত শ্রান্ত
বলেছে অবশেষে–
পাখনা সরাও, সরাও পাখনা
উড়ে যাবো দূর দেশে।
২৮.০৮.২০২০

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবহমান নদীর মতন নারী -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা
পরবর্তী নিবন্ধআর যদি খুঁজে না পাই তোমাকে – জিল্লুর রহমান প্রামানিক এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে