দেখে নিও -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

0
592
Shaheena Ronju

দেখে নিও

কবি শাহিনা খাতুন

একা এক অমৃত পদাবলী
কবিতা সুর অস্থিরতার হাত ধরেছে
কে তুমি একলা বসে থাকো
ভয় পেওনা দুপুর রোদে
ভয় পেওনা একলা থাকার সময়টাতে
এ ঘনঘোর কেটে যাবে বর্ষা এলে।
মনের ঘরে মেঘ জমেছে
আকাশ জানে বাতাস জানে
কাঠের ভাঙা বেঞ্চে বসে
গেলাস ভরে গরম পানি
কুলফিমালাই আর খাবোনা দেখে নিও।

Advertisement
উৎসShaheena Ronju
পূর্ববর্তী নিবন্ধবাপের কঙ্কাল বিক্রি – তন্ময় ইমরানের দুর্দান্ত ছোটগল্প
পরবর্তী নিবন্ধসূরা ফালাক বাংলা অনুবাদ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে