দেবী -নাইমুর রহমান‘এর কবিতা

0
458
Naimur Rahman

দেবী

নাইমুর রহমান

আমি এক
দেবীর দেখা চেয়েছিলাম
ধরনীর বুকে
কোন এক সন্ধ্যা নামার আগে;
ঈশ্বর সব জেনে
নীরব হয়ে ছিলেন।

আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম
দেবীর হৃদয়ে জায়গা নেবো বলে;
তবু নিলেন ঈশ্বর
লেখার কলম কেড়ে।

আমি চাইনি যে আর সন্ধান দেবীর
সবকিছু ভুল জেনে-
ঈশ্বর আজ স্বয়ং দেবীকে
সামনে দিলেন এনে।

চেনা দুপায়ে নুপুরে
হৃদয়ে জোয়ার তুলে
বললো সে দেবী
কেমন আছো কবি
ছন্দ গিয়েছো ভুলে?

বললাম, ‘আছি আগের মতোই
হয়নি কিছুই শোধ-
তোমার হৃদয়ে বৃষ্টি যে আজ
আমার শহরে রোদ।

আমি পথহারা ছিন্ন অপার
তোমার খোঁজে থাকি,
এই শহরের অলিতে গলিতে
তোমার ছায়াই দেখি।

তোমায় মেলাতে থাকে সবসমে
সেদিনের সেই ছবি;
যেদিন আমি হয়েছি পূজারী
তুমি হয়েছো দেবী।

২৬. ০৯. ২০১৮

Advertisement
উৎসNaimur Rahman
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় বিভিন্ন বাজারে অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধবাগাতিপাড়ায় বাউয়েটে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে