ধর্ম
কবি শাহিনা খাতুন
আমি অহংকারী
অহংকার আর দুর্ব্যবহার আমার ধর্ম।
আমি ধনলিপ্সু
বাড়ি গাড়ি কড়ি কামাই আর
কড়ি জমানো আমার ধর্ম।
আমি বিখ্যাত হতে চাই
আত্মপ্রচার আমার ধর্ম।
আমি দানবীর হতে চাই
লোক দেখানো দান আমার ধর্ম।
আমি জ্ঞানবান হতে চাই
অল্প জেনে তা প্রচার করা আমার ধর্ম।
আমি ক্ষমতাবান হতে চাই
ক্ষমতাবানদের সাথে বন্ধুত্ব
আর এই বন্ধুত্বের প্রচারই আমার ধর্ম।
৪/৫/২০২১
Advertisement