নক্ষত্র – পলি শাহিনা এর কবিতা

0
348
Poly Shahina

নক্ষত্র
পলি শাহিনা

গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে
তুমি সোহাগে সামনে এসে দাঁড়াও ,
ঠিক ওই দূর নক্ষত্রের মতো।
মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে এক তুলকালাম কান্ড!
পাখী ডাকে, ফুল ফোটে, জোনাই জ্বলে!
আমি নক্ষত্র বন্দনা করি!

বাতাসের শরীরে হৃদয়ের উষ্ণতা
বুকের মাঝে ভ্রমরের গুঞ্জন
রক্তস্রোতে ঢেউ, মধুর মিলন
নরম চাঁদের আলোয় স্নান
প্রেমময় বিভোর এই ধরণী
মদির চোখে তাকিয়ে পরস্পর!

তৃষ্ণা বাড়ে, তৃষ্ণায় পুড়ে যাই
ক্রমশ ভোরের আলো ফোটে
ধীরে ধীরে নক্ষত্র দূরে সরে,
শূন্যতা আসমান – জমিন।
এমন কেন হয়!
প্রিয়জন কেন দূর আকাশের নক্ষত্র হয়!

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে শহীদ রেজা, রঞ্জু, সেলিম, বাবুল এর প্রতি শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধনাটোর মাদক সেবনের দায়ে ৩১ জন আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে