নদীর গল্প
——–আজাদুর রহমান
একটা লাইনের দিকে চেয়ে আছি,
ভাবছি, এই লাইনটা কেন লিখেছি!
কি কিছু জানাতে চেয়েছিলাম?
অথবা অসম্ভব কোন ইচ্ছা!
এই মুহুর্তে যেমন চাইছি-
লাইনটা প্রমত্তা নদী হয়ে যাক
তারপর দুলে দুলে শহর পেরিয়ে
গ্রামে গ্রামে চলে যাক।
আমি সেই নদীর ঘাটে বসবো
যা ফেলে ফেলে এসেছি,
সেসবের নামে নামে
কাগজের নৌকা ভাসাবো।
লাইনটার দিকে চেয়ে আছি,
লাইনটা নদী হয়ে যাবে।
Advertisement