নদীর গল্প – কবি আজাদুর রহমান এর কবিতা

0
204
আজাদুর রহমান

নদীর গল্প
——–আজাদুর রহমান

একটা লাইনের দিকে চেয়ে আছি,
ভাবছি, এই লাইনটা কেন লিখেছি!
কি কিছু জানাতে চেয়েছিলাম?
অথবা অসম্ভব কোন ইচ্ছা!
এই মুহুর্তে যেমন চাইছি-
লাইনটা প্রমত্তা নদী হয়ে যাক
তারপর দুলে দুলে শহর পেরিয়ে
গ্রামে গ্রামে চলে যাক।
আমি সেই নদীর ঘাটে বসবো
যা ফেলে ফেলে এসেছি,
সেসবের নামে নামে
কাগজের নৌকা ভাসাবো।

লাইনটার দিকে চেয়ে আছি,
লাইনটা নদী হয়ে যাবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশেষ পর্যন্ত কবিতার কাছে ফিরে আসি- কবি শাফিক আফতাব এর কবিতা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে