নলডাঙ্গায় বন্ধ হলো বাল্য বিয়ে, মেয়ের বাবার জরিমানা

0
216

নলডাঙ্গা, নাটোর কন্নাঠ: নাটোরের নলডাঙ্গায় উপজেলা নিবার্হী অফিসারের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। এসময় মেয়ের বাবাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানাও করা হয়। আজ শুক্রবার দুপুরে উপজেলার ৪ নং পিঁপরুল ইউনিয়নের বিলযোয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পিঁপরুল ইউনিয়নের বিলযোয়ানি গ্রামে বাল্য বিয়ে হচ্ছে এমন খবরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থীত হয়ে বাল্যবিবাহ’টি বন্ধ করেন । ইউএনও জানান, বিলযোয়ানি গ্রামের নাছির উদ্দিন তার মেয়ের বিয়ের বয়স না হওয়া সত্বেও বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। সরকারি বিধান অনুযায়ী মেয়ের বিয়ের বয়স হয়নি তাই বাল্যবিবাহটি বন্ধ করে মেয়ের বাবাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যাতে বাল্যবিবাহ না দেওয়া হয় সেজন্য গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগ নেবার আহ্বান জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধইসলামে ধর্ষণের শাস্তি- মাওলানা মুফতি মো: ওমর ফারুক
পরবর্তী নিবন্ধবড়াইগ্রামে কমলা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে