নলডাঙ্গার হলুদ ঘরে অবৈধ সুঁতিজাল অপসারণ, জরিমানা

0
196

নলডাঙ্গার হলুদ ঘরে অবৈধ সুঁতিজাল অপসারণ ও জরিমানা

নলডাঙ্গা, নাটোর কণ্ঠ: নাটোরের নলডাঙ্গার হলুদঘর থেকে অবৈধ সুঁতিজাল উচ্ছেদ করেছে, নলডাঙ্গা উপজেলা প্রশাসন।

পানি প্রবাহ বন্ধ করে এলাকার প্রভাবশালীরা মাছ ধরে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ২০ অক্টোবর মঙ্গলবার বিকালে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সুঁতিজাল অপসারণ করে,মাছ উদ্ধার,সুঁতিজালে ব্যবহৃত সামগ্রী পুড়িয়ে দেয়া হয় এবং হলুদঘর এলাকার শিফির উদ্দিনের ছেলে-সাইফুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা নজরুল ইসলাম। ইউএনও আবদুল্লাহ আল মামুন জানান, পানির স্রোতে বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। অভিযোগের ভিত্তিতে সুঁতিজালের বাঁধ অপসারণ করা হয়। স্রোতে বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। পরে উদ্ধারকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের লালপুরে ১০নং কদিমচিলান ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধএকজন জনদরদি নেতার গল্প

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে