নলডাঙ্গায় লাভের আসায় হাঁস পালনে নেমেছে প্রতিবন্ধী রকি

0
455
duck

মেহেদী হাসান, নলডাঙ্গাঃ নাটোরের, নলডাঙ্গা খাজুরা ইউনিয়ন করের গ্রামের খেঁটে খাওয়া এক প্রতিবন্ধী রকি(২২)।সে তার বাবার সাথে হাঁসের ফ্রাম তৈরি করেছে। প্রথম হাঁস পালনে প্রায় ৫০০-৭০০ হাঁস রোগে মারা যায়।তাতে তাদের অনেক ক্ষতি হয়। পরে তারা আবার নতুন করে বাচ্চা এনে পালন করা শুরু করে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে বুঝা যায় আমাদের দেহে ভিটামিন, আমিষ এর অভাব দূর করতে আমরা নিয়মিত ১/২ টা দিনে ডিম খাওয়া উচিত, কিন্তুু তা আমরা না করে আজে বাজে খাবার খেয়ে তৃপ্তি মেটাই।কিন্তুু তাতে আমাদের দেহের আমিষ এর চাহিদা পুরণ করতে পারিনা।এবং আমিষ এর কারণে আমরা অপুষ্টিতে ভুগি। (রকি) খামার করে এবার কিছুটা লাভবান হবার আসায় আছে ।কিন্তুু হাট, বাজার এ পাইকারি না থাকায় অনেক ডিম ও নষ্ট হতে দেখা গেছে। আমরা গত দুইবছর ধরে হাঁস পালন করছি কিন্তুু আমরা কোন সুযোগ সুবিধা পাইনি।রকির মতন আরো ৩/৪টা হাঁসের ফ্রাম রয়েছে করের গ্রাম এ। উপজেলা প্রানিসম্পদ অফিস এর অফিসার/কর্মকর্তা তারা যদি কোন সুযোগ সুবিধা করে দিতো তাহলে তাদের কিছু সুবিধা হতো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধকরোনা আক্রান্ত হয়ে নাটোরের মুক্তিযোদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে