নাটোরের আজিমনগর রেলওয়ে স্টেশন বন্ধ ঘোষনা !

0
218
nATORE KANTHO

নাটোর কন্ঠ : জনবল সংকটের কারনে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ের স্টেশনের (সাবেক গোপলপুর স্টেশন ) সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় আজিমনগর রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।

আজিমনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুস্তাফিজুর রহমান নাঈম স্টেশন বন্ধের সত্যতা নিশ্চিত করে জানান, ‘জনবল সংকটের কারনে বৃহস্পতিবার সারা দেশের ৪টি স্টেশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে স্টেশন মাস্টার ও পয়েন্টসম্যান না থাকায় আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।’

ইতিপুর্বে নাটোর জেলার মধ্যেকার ১২ টি রেলওয়ে স্টেশনের মধ্যে বীরকুৎসা, নলডাজ্ঞা, বাসুদেবপুর, লোকমানপুর,মালঞ্চি ও ইয়াছিনপুরসহ ৬টির কার্যক্রম বহু আগেই বন্ধ করা হয়েছে। এবার আজিমনগর রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ করা হলো।

এদিকে ব্রিটিশ আমলের এই ঐতহ্যবহি স্টেশনটির কার্যক্রম বন্ধ ঘোষনা করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেছেন এলাকার মানুষ। এলাকাবাসী জনগুরুত্বপুর্ন স্টেশনটি পুনরায় চালুর দাবি করেছেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির ১১ অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোরে গাঁজাসহ একজন আটক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে