নাটোরের এসিল্যান্ড করোনা আক্রান্ত হওয়ায় সদর ভূমি অফিস বন্ধ ঘোষণা

0
424
Land

নাটোর কণ্ঠ: নাটোর সদর উপজেলার (এসিল্যান্ড) সহকারী কমিশনার ভূমি আবু হাসান করনা আক্রান্ত হওয়ার নাটোর সদর উপজেলা ভূমি অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘন্টা নাটোরে ৩১ জন করোনা সনাক্ত হয়েছেন। এরমধ্যে নাটোরের এসিল্যান্ড আবু হাসান রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, যেহেতু বর্তমানে এসিল্যান্ড করোনা আক্রান্ত তাই ভূমি অফিস আপাতত বন্ধ থাকবে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। বর্তমানে আবু হাসান সুস্থ রয়েছেন, তার ভেতরে করোনার কোন লক্ষণ এখনো প্রকাশ পায়নি।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, যেহেতু এসিল্যান্ড করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন তাই ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ করতে বলা হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধমেঘবালিকা -সেলিনা আখতার খানম‘এর ছড়া
পরবর্তী নিবন্ধঘুমাও শান্তিতে এবার -কবি শাহিনা খাতুন‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে