নাটোরের গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এর মাক্স বিতরণ

0
345
Kuddus

স্টাফ রিপোর্টার নাটোর কণ্ঠ: নাটোরের গুরুদাসপুর উপজেলায় পথচারী, রিক্সা-ভ্যান চালক-যাত্রীদের মুখে মাস্ক পড়িয়ে দিচ্ছেন সাংসদ আব্দুল কুদ্দুস। তিনি নাটোর জেলা আ’লীগের সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য। শুধু যে সড়কে নেমে মাস্ক বিতরণ করছেন তা নয়। তিনি করোনা এই মহামারী থেকে নিজের সংদীয় আসনের মানুষদের রক্ষায় বাড়ি বাড়ি এবং হাট-বাজারের দোকানীদেরও মাস্ক দিচ্ছেন। করছেন করোনা সচেতন।

সাংসদ কুদ্দুস বলেন- মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। চোখের সামনে সেই দেশের মানুষ করোনা আক্রান্ত হয়ে মরবেন এটা মেনে নেওয়া যায়না। তাই সকল শ্রেণি পেশার মানুষদের করোনা থেকে রক্ষায় সচেতনতা তৈরি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যুসহ সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন। যাতে মানুষ সচেতনতার মাধ্যমে করোনা মোকাবিলা করতে পারেন।

সুরক্ষা সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় আজ শুক্রবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে মাস্ক বিতরণ করা হয়। এসময় সাংসদকে সহযোগীতা করেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন, মেহেদী হাসান প্রান্ত ও আকরামুল ইসলামপ্রমখ।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় গুরুদাসপুরের তিনজন ব্যাবসায়ী নিহত
পরবর্তী নিবন্ধনাটোরের বাগাতিপাড়ায় বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে