নাটোরের চলনবিলে কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু

0
873
Paddi

নাটোরকন্ঠ:

এবারে নাটোরের চলনবিল এলাকায় শ্রমীক সংকট থেকে বাঁচতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। শংশ্লিষ্টরা জানায়, এসিআই কোম্পানীর এ মেশিন ঘন্টায় তিন বিঘা ধান কাটতে পারে। আজ রবিবার চলনবিলের সিংড়া উপজেলার জলারবাতা- বড়িয়া এলাকায় ধান কাটা ও মাড়াই উদ্বোধন করেন, সিংড়া উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ আরো অনেকে।

উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন জানান, সিংড়া উপজেলার ৬ টি ইউনিয়নে ৫০% ভূর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন দেয়া হয়েছে। এ মেশিন দিয়ে ভাড়ায় ব্যবহ্রত হবে। কৃষকদের শ্রমিক সংকট মোকাবিলায় বিঘা প্রতি ২ হাজার টাকায় ধান কাটা ও মাড়াই কাজ চলছে।এতে করে কৃষকদের থরচ কমবে বলেও মনে করেন তিনি। তাছড়া কালবৈশাখী ঝড় আর শিলা বুষ্টি থেকে বাঁচতে এবং দ্রুত ফসল ঘরে তুলতে হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধসিংড়ায় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট
পরবর্তী নিবন্ধসিংড়ায় বাবা-মার সঙ্গে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে