নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন সরকারি অনুদানের চেক বিতরণ

0
432
Shimul

রবিউল ইসলাম ,নলডাঙ্গা,নাটোরকন্ঠ: নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া বিভিন্ন অনুদানের চেক বিতরন ও নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৬ জুলাই সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ করেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু,নাটোর জেলা পরিষদের সদস্য রঈজ উদ্দিন রুবেল,নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ (ভারপ্রাপ্ত মেয়র) সাহেব আলী,মাধনগর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান,খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান,পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন প্রাং নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নুকুল,উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আনসারী প্রমুখ।

এসময় এমপি শিমুল বলেন,তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের অসহায় মানুষের পাশে আছেন সম্প্রতিকালে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দিয়ে তাদের দুঃখের সাথী হয়েছেন। আগামীতে যোগ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।

পরে উপজেলার ১৪২ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ৬ লক্ষ ৮০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করেন।তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ জানান। এছাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে গাছের চারা, গরীব ও মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে ২৪ ঘণ্টার মধ্যে ভাঙ্গা রাস্তা মেরামতের নির্দেশ দিলেন এমপি শিমুল
পরবর্তী নিবন্ধনাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী পালন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে