নাটোরের নলডাঙ্গায় লাখ টাকা নিষিদ্ধ জাল জব্দ

0
124

নাটোর কন্ঠ : নাটোরে নলডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন খালে ও নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রস্ততির সময় প্রায় এক লাখ ২০ হাজার টাকা মূল্যের ৩০০ মিটার বাঁধাই জাল, একটি চটজাল, বেড়াজাল ,৫টি খরা জালের কাঠামো অপসারণ ও ১৬টি চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার রোজিনা আক্তার। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (২৬ জুন ) বিকালে গোপন সংবাদের ভি‌ত্তি‌তে উপজেলার হালতি বিল,গোয়ালবাড়ী খাল, মরা আত্রাই নদী ও বারনই নদীসহ বি‌ভিন্ন খাল- বিলে এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় সরকার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হালতি বিল,কিসমত গোয়ালবাড়ী খাল, ত্রিমোহনী খাল,মরা আত্রাই নদী ও বারনই নদী এসব জাল জব্দ করে গোয়ালবাড়ী খাল পাশে ধ্বংস করা হয়।

অভিযান শেষে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় সরকার বলেন, চায়না দুয়ারী জালে ছোট, বড় থেকে শুরু করে যে কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না।

ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। বাজারে নতুন আসা এ চায়না দুয়ারী জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ করেছে সরকার।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রোজিনা আক্তার বলেন,পরিবেশ ও দেশীয় মাছ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে প্রতিবন্ধীদের অনুষ্ঠানস্থল ভাং.চুর : প্রতিবাদে ২ ঘন্টা সড়ক অ.ব.রোধ
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে ১২ বছর বয়সের মেয়ে যা করেছে 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে