নাটোরের নলডাঙ্গায় সাব-রেজিষ্ট্রার কার্যালয় উদ্বোধন

0
109

নলডাঙ্গা প্রতিনিধি : দীর্ঘ ১ যুগ প্রতীক্ষার পর অবশেষে নাটোরের নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয় শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার দুপুরে নলডাঙ্গা ডাক বাংলো ভবনে অস্থায়ী উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের উদ্বোধন করেন-

নাটোর-নলডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি।নলডাঙ্গা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,

জেলা সাব-রেজিষ্ট্রার গোলাম সারোয়ার,উপজেলা ভূমি সহকারী কমিশনার রাকিবুল হাসান,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর,নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির প্রমুখ।

উদ্বোবনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, আজ এই নলডাঙ্গা উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়ে উদ্বোধন হল।আগামী ৫ মার্চ এর কার্যক্রম শুরু হবে। সপ্তাহে দুইদিন জমি রেজিষ্ট্রি কার্যক্রম চলবে।

উল্লেখ্য ২০১৩ সালে নলডাঙ্গা উপজেলা পরিষদ গঠিত হলেও প্রায় ১ যুগেও সাব-রেজিষ্ট্রার কার্যালয় চালু না হওয়ায় জমি রেজিষ্ট্রার করতে নাটোর জেলা সদরে যেতে হত সাধারন মানুষদের। এতে ভোগান্তি ও অতিরিক্ত খরচ হতো।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে পিঠা উৎসব অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনাটোরে অপহরন ও ধ.র্ষ.নে.র দায়ে ৬০ বছর কারাদন্ড

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে