নাটোরের নলডাঙ্গার অবৈধ সুতি জাল পুড়িয়ে ধ্বংস

0
167
0000

নাটোর কন্ঠ : নাটোরের নলডাঙ্গার বারনই নদীতে অবৈধভাবে মাছ শিকারের প্রায় ২০ হাজার টাকা মূল্যের, সাড়ে ৫শ মিটার সুঁতি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে, উপজেলা মৎস্য বিভাগ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্রহ্মপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বারনই নদী থেকে এসব জাল জব্দ করে ধ্বংস করে। উপজেলা মৎস্য বিভাগ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে, ব্রহ্মপুর ইউনিয়নের সামনে অবৈধ সুঁতিজাল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ শিকার করছিলো, খবর পেয়ে সুঁতি জাল ও অবৈধ স্থাপনা জনসম্মুখে ধ্বংস করা হয়।

নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার সরকার বলেন, সুঁতি,খরা, কারেন্ট, চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগ থেকে অভিযান অব্যহত থাকবে। মৎস্য অধিদপ্তর এক্ষেত্রে-সর্বদা সজাগ থাকবে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে