নাটোরের পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

0
391
Police

নাটোরকন্ঠ: নাটোরে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর খামারি,ব্যবসায়ীএবং হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মীর আসাদুজ্জামান, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তারুল আলম সহ খামারি, ইজারাদার এবং গরু ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ সুপার খামারি ব্যবসায়ী এবং ইজারাদারদের কাছে তাদের সমস্যার কথা শোনেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে আশ্বস্ত করে বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেইসঙ্গে পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

খামারিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তাদের পশু এক জেলা থেকে অন্য জেলায় আনা-নেয়া করার ব্যাপারেও পুলিশ সহযোগিতা করবে।

 

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবিএমএসএফ সিংড়া উপজেলা কমিটি গঠন, সৌরভ সভাপতি তোহা সম্পাদক
পরবর্তী নিবন্ধনাটোরের লালপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে