নাটোরের বড়াইগ্রামে খাবারে বিষ মিশিয়ে পাখি হত্যা

0
292

নাটোর কণ্ঠ ,নাটোরের বড়াইগ্রামে  ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে পাখি হত্যা করেছে দুর্বৃত্তরা।  আজ বড়াইগ্রামের রাজাপুর বাজার এলাকায় অবস্থিত বটগাছে নিচে বেশ কিছু মরা পাখি পড়ে থাকতে দেখা যায়। চারদিকে ছড়িয়ে পড়ে বটের ফল খেয়ে পাখিগুলো মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত হয় এবং বাকিগলো সংগ্রহ করেন। পাখিগুলোর পেটে বিষ পাওয়া যায় বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

বড়াইগ্রামের রাজাপুর বাজারে বট গাছের ফল খেয়ে পাখি গুলি মারা যায়নি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার কুন্ডু জানান, কে বা কাহারা ভাতের সাথে বিষ মাখিয়ে রাখলে ওই পাখি গুলো সে ভাত খায় এবং খেয়ে বট গাছের উপরে বসলে ওখান থেকে মরে নিচে পড়ে যায়। প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে তিনি সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে দুইটা মৃত পাখি নিয়ে আসেন এবং কেটে খাদ্যনালী পরীক্ষা করে দেখেন সেখানে নীল রংয়ের ভাত রয়েছে। মৃত পাখি গুলো ছিলো বুলবুলি ও শালিক। (বিশেষ দ্রষ্টব্য: যারা বিষ মাখিয়ে খাবার খাইয়ে এই পাখিগুলো হত্যা করেছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। এভাবে পাখি হত্যা করা ঠিক হয়নি)

Advertisement
পূর্ববর্তী নিবন্ধশোক সংবাদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃএ.বি.সিদ্দিক আর নেই
পরবর্তী নিবন্ধবাঘায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে চার ফসলি জমিতে পুকুর খনন প্রভাবশালীর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে