নাটোরের বড়াইগ্রামে করোনা মোকাবেলায় ব্যাতিক্রমধর্মী চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন

0
340
পাটোয়ারী

নাহিদুল ইসলামঃ

দেশে যখন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তখন বিভিন্ন হাসপাতালগুলোতেও নিরাপত্তাহীনতায় ভুগছে হাসপাতাল কর্তৃপক্ষরা। হাসপাতাল কর্তৃপক্ষরা পায়নি তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি। তাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাটোয়ারী জেনারেল হাসপাতাল সাধারণ মানুষের জন্য করোনাভাইরাস মোকাবেলায় প্রাথমিক চিকিৎসায় করেছে এক ব্যতিক্রমধর্মী সংক্রামক ব্যাধি চিকিৎসা সেবা কেন্দ্র।

যেখানে জেলা উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এবং তাদের অবস্থার গতি বোঝে ক্লিনিকে ভর্তি করা হবে। এই ব্যতিক্রমধর্মী চিকিৎসা সেবা কেন্দ্রের মুল উদ্দেশ্য ডাক্তারদের সুরক্ষা। মঙ্গলবার সকালে উপজেলার পাটোয়ারী জেনারেল হাসপতালে এই ব্যতিক্রমধর্মী চিকিৎসা সেবা কেন্দ্র উদ্বোধন করেন পাটোয়ারী জেনারেল হাসপাতালের পরিচালক ও উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় পাটোয়ারী জেনারেল হাসপাতালের আরএমও চিকিৎসক ডা. গোলাম আরেফিন প্রিন্স সহ হাসপাতালের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় বিক্রির সময় অসুস্থ গরুর মাংস জব্দ
পরবর্তী নিবন্ধপ্রতিরোধ -কবি রাকিবুল রকি‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে