নাটোরের বড়াইগ্রামে জেলেদের মাঝে আয়বর্ধক উপকরন বিতরন

0
531
Kuddus
নাটোরকন্ঠ: নাটোরেন বড়াইগ্রামে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের এর অর্থায়নে হতদিরদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওতায় হতদরিদ্র জেলেদের মাঝে আয়বর্ধক উপকরন বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বড়াইগ্রাম পৌর শহরের মৎস্য বীজ উৎপাদন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা মৎস্য অফিসার মোবাশ্বের হোসেন, উপজেলা আওয়ামীলীগে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী সহ অন্যান্যরা। পরে ৪০ জন জেলেদের মাঝে নগদ অর্থ,সেলাই মেশিন ও ভ্যানগাড়ী বিতরন করা হয়।
Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, দেখার কেউ নেই
পরবর্তী নিবন্ধনাটোরের মেধাবী সোহান, দারিদ্রতা বাধা হতে পারেনি, প্রাণীবিদ্যায় দেশে প্রথম। প্রয়োজন সরকারি সহযোগিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে