নাটোরের বড়াইগ্রামে ভুয়া ডাক্তারকে জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

0
1442
DR

নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রামে রায়হান শাহ (৪৫) নামের এক ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা ও তার সেবা দানকারী প্রতিষ্ঠান সিলগালা করেছে উপজেলা নির্বীহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। ভুয়া ডাক্তার রায়হান শাহ উপজেলার জালোড়া গ্রামের আব্দুর রহমান ডাক্তারের ছেলে। বুধবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের বাঘাট বাজারে এক অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়হান নামের এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, সেই সাথে তার রোকন ফার্মেসী সিলগালা করা হয়।এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, বৈধ কাগজপত্র না থাকায় রায়হানকে ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা জরিমানা করা হয় এবং তার ফার্মেসী সিলগালা করে দেওয়া হয়েছে। সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনে ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধলালপুরে স্বামীকে দ্বিতীয় স্ত্রী’র তালাক, ক্ষোভে প্রথম স্ত্রীকে হত্যা
পরবর্তী নিবন্ধনাটোরের সাংবাদিক পিপলুর ছোট ভাই রনি অসুস্থ, হাসপাতালে ভর্তি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে