নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রীর উত্যক্তের প্রতিবাদ করায় কুপিয়ে যখম

0
155

বড়াইগ্রাম, নাটোর কণ্ঠ:

নাটোরের বড়াইগ্রামে স্কুলছাত্রীর উত্যক্তের প্রতিবাদ করায চাচাকে রড, লাঠি ও কুড়াল দিয়ে কুপিয়ে যখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।গত মঙ্গলবার রাতে করে বড়াইগ্রাম থানায় ৬ জনকে অভিযুক্ত করে মামলাটি করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, চৌমুহান গ্রামের আজিজুলের ছেলে বখাটে আজিম (২০) ও হুমায়নের ছেলে হাসানসহ ৪-৫ জন এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। কিন্তু ওই স্কুল ছাত্রীর চাচা রিপন মেয়েটিকে উত্যক্ত করতে বাধা দিলে রবিবার কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা রিপনকে মারপিটের হুমকি দেয়। সোমবার রাতে এ ঘটনা মিমাংসার লক্ষ্যে বোদিড় মোড়ে চায়ের দোকানে সালিশ বসে। সালিশ চলাবস্থায় আজিম, হাসান, বাবু, শরীফ, মনিরসহ ১৫ থেকে ২০ জন অতর্কিতে  হামলা করে রিপনকে কুপিয়ে যখম করে। বাধা দিলে রিপনের ভাই রাসেল ও মামা এনামুল হককে পিটিয়ে জখম করে।

এ ঘটনায় আজিমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না। তার মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

বড়াইগ্রাম পুলিশ পরিদর্শক (ওসি) দিলীপ কুমার দাস বলেন, এ ঘটনায় আহত রিপনের ভাই বাদী হয়ে ৬ জনকে আসামী মঙ্গলবার রাতে করে একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে সাপে কেটে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় জমি বিরোধ, প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে