নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৩৬ কোটি টাকার বাজেট পেশ

0
278
Boraigram

বড়াইগ্রাম, নাটোরকন্ঠ: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২০-২০২১ অর্থ বছরের মোট ৩৬ কোটি ৬৬ লাখ ৯৫ হাজার তিনশ’ ৫৯ টাকার বাজেট পেশ করা হয়েছে। বাজেটে মোট ৩৬ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার দুইশ’ ৬১ টাকা ব্যয় ও ১০ লাখ ৪৭ হাজার ৯৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

সোমবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার এ বাজেট পেশ করেন। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, পৌর সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেটে করোনা মোকাবেলাসহ সামাজিক নিরাপত্তা খাত, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, সড়ক বাতি সম্প্রসারণ ও মশক নিধনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধবাগাতিপাড়ায় রহিমা ল্যুফর জমে মসজিদে ছাদ ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় করোনায় মৃত ব্যক্তিদের দাফন বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে