নাটোরের মেধাবী সোহান, দারিদ্রতা বাধা হতে পারেনি, প্রাণীবিদ্যায় দেশে প্রথম। প্রয়োজন সরকারি সহযোগিতা

0
376
Shohan

আল-আফতাব খান সুইট : মেধাবী সোহান বাড়ি নাটোরের বাগাতিপাড়া পৌরসভার, মাছিমপুর মহল্লায়, বাবা আবু রায়হানের আয় বলে তেমন কিছু নেই, মা ফাহিমা বেগম সাদামাটা গৃহিণী, বড় ভাই হাসান ইমাম (রনি) অভাবের কারণে পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে পারেনি, হাল ধরেছেন সংসারের, ঢাকায় থাই-এলুমিনিয়াম ডেকোরেশনের কাজ করে, ছোট বোন ফারিয়া ইয়াসমিন বাগাতিপাড়া গার্লস স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অভাবের সংসারের থেকেও অনেক বড় অর্জন সোহানের, অনার্স ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের রাজশাহী কলেজ প্রাণীবিদ্যা বিভাগ থেকে ৪ পয়েন্টের মধ্যে ৩′৮৭ পয়েন্ট পেয়ে (১৭ নম্বর) ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, মাস্টার্স (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা মন্ত্রনালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি প্রদান করার তালিকা প্রকাশ করা হয়েছে।

যেখানে রাজশাহী কলেজ প্রাণিবিদ্যার ১০জন শিক্ষার্থী স্থান পেয়েছে। এর মধ্যে সোহানুর রহমান সোহান সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৮৭ পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় অনার্স ২০১৪-২০১৫ বর্ষের সকল কলেজের, সকল ডিপার্টমেন্টের মধ্যে ১৭তম এবং সকল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থীর মধ্যে ১ম স্থান অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।

সোহানের বাবা অভাবের কারণে বড় ছেলেকে, পড়াশোনা করাতে পারেননি, তাই মা-বাবার স্বপ্ন ছোট ছেলে সোহানকে আরো অনেক শিক্ষিত করবেন। কিন্তু সে আশা পূরণ করবেন কি করে এই অভাবের সংসারে। অশ্রু মাখা চোখে, কান্না জড়িত কণ্ঠে, সকলের কাছে দোয়া চেয়েছেন। ভবিষ্যৎ গড়ার জন্য, সরকারের কাছে সহযোগিতা চান মেধাবী সোহানের মা-বাবা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে জেলেদের মাঝে আয়বর্ধক উপকরন বিতরন
পরবর্তী নিবন্ধনাটোরের সিংড়ায় ধর্মীও প্রতিষ্ঠানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে