নাটোরের রাজবাড়ী
কবি সুপ্তি জামান
নাটোরের রানীভবানীর
ক্ষয়ে যাওয়া প্রাসাদকে
তখনও পাহাড়া দিয়ে যাচ্ছিল
চতুর্দিক বেস্টন করে রাখা পরিখা,
বুকের উপর জলের পাহাড়
ধরে রেখেছে কত কাল!
একটি বুড়ো গাছ মরে কাত হয়েছিল
জলের গায়ে হেলান দিয়ে।
একজন টগবগে যুবক এক লাফে
উঠে গেল গাছটির উপর,
যুবা মুহুর্তেই হয়ে গেল একটি সুচিত্রক,
জল নয়, গাছ নয়,
রানীভবানীর স্মৃতি নয়,
কিছু নয়, কিছুই ছুঁয়ে থাকেনি
ঐ যুবকের হৃদয়,
সে জলের কাছে গিয়েছিল
ক্ষণিক ক্ষুন্নিবৃত্তির আশায়।
ভগ্নপ্রায় প্রাসাদের আরো-
কিছু ইট খুলে পড়ল ধুলায়।
Advertisement