নাটোরের লালপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

0
304
নাটোর করোনা আপডেট

নাটোর কণ্ঠ:

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় করোনা উপসর্গ নিয়ে মহসিন আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মহসিন উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছিলেন মহসিনক। তখন তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুপুর বারোটার দিকে তিনি মারা যান। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয় নি।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন আগে বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত মহাসেনের ছোট ভাই আব্দুল মজিদ ঢাকা থেকে বাড়ি আসলে তাকে প্রশাসনের তরফ থেকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে বলা হয। কিন্তু তিনি এই আদেশ অমান্য করে রাতেই পালিয়ে ঢাকায় চলে যান।

স্থানীয় সংবাদকর্মী মোয়াজ্জেম খান সহ অনেকেই জানান, নিহত মহাসেনের পরিবারের সদস্যরা অবাধে চলাচল করছেন।এভাবে অবাধ চলাচল এ এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিষয়টিতে নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন তারা।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধএনজিও কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ
পরবর্তী নিবন্ধনাটোরের বড়াইগ্রামে চতুর্ভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হয় মোবারক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে