নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান

0
277

লালপুর, নাটোর কণ্ঠ:

নাটোরের লালপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে কারখানা মালিক জহুরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত।

গতরাতে (৩১ আগস্ট) র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়া নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুপুরে র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসানের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ওয়ালিয়া গ্রামে ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়ে ৪ হাজার কেজি ভেজাল গুড়, গুড় তৈরিতে ব্যবহৃত ফিটকারী, হাইড্রোজ, চুন ও চিনি ও গুড় তৈরির সরঞ্জামসহ জহুরুল ইসলামকে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে ভেজাল গুড় কারখানা মলিক জহুরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।

এছাড়া ৪ হাজার কেজি ভেজাল গুড়সহ জব্দকৃত মালামাল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধনাটোরে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
পরবর্তী নিবন্ধপঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নাটোর বিরতির শুভ উদ্বোধন এমপি শিমুলের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে