নাটোরের লালপুরে শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতে সভা

0
201

লালপুরে ইয়ুথ গ্রুপের শিশু অধিকার ও সুরক্ষা ভিত্তিক ফলোআপ সভা
নাটোর কণ্ঠ:
নাটোরের লালপুরে ইয়ুথ গ্রুপের আয়োজনে শিশু অধিকার এবং শিশু সুরক্ষা ভিত্তিক কর্ম পরিকল্পনা ও ফলোআপ সভা আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু কল্যান সোসাইটি (এনএসকেএস) এর আয়োজনে ও বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

দুড়দুড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হযরত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, দুড়দুড়িয়া ইউপি ৮নং ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন, নারী ও শিশু কল্যান সোসাইটি (এনএসকেএস) এর লালপুর উপজেলা কো-অর্ডিনেটর ইসরাফিল হোসেন, ইয়ুথ গ্রুপের সদস্য মহুয়া খাতুন, শামীম আহমেদ, ইসরাত আলম ইমন, লাইলী খাতুন প্রমুখ।

বক্তারা শিশুদের নানা ধরনের সমস্যা ও সমস্যা উত্তোরনের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন।
সভায় ইয়ুথ ব্রিগেড কমিটির ২০ জন সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement
পূর্ববর্তী নিবন্ধগুরুদাসপুরে ভাবীকে ধর্ষন করলো দেবর, স্বামীর বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ
পরবর্তী নিবন্ধমহলোর্ক -কবি নাসিমা হক মুক্তা‘এর কবিতা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে